শনিবার, ১ মার্চ ২০১৪
গোপন রয়ে যায়পুরুষ ধর্ষণ খবৱ
Home Page » বিশ্ব » গোপন রয়ে যায়পুরুষ ধর্ষণ খবৱবঙ্গ-নিউজডটকম:শুধু নারীরাই নয়, যৌন নির্যাতনের শিকার হয় ছেলেরাও। তবে এ বিষয়টি তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না। এক পরিসংখ্যানে উঠে এসেছে যুক্তরাজ্যে মোট ধর্ষণের শিকারদের মধ্যে ১২ ভাগই পুরুষ। এ বিষয়ে এক প্রতিবেদনে প্রকাশ করেছে টেলিগ্রাফ।
যুক্তরাজ্যের পরিসংখ্যানে দেখা যায়, সেখানে প্রতি বছর ৭৮ হাজার ব্যক্তি ধর্ষণ বা ধর্ষণচেষ্টার শিকার হয়। তাদের মধ্যে প্রায় নয় হাজার পুরুষ। তবে এসব যৌন অপরাধের খুব সামান্যই পুলিশের কাছে অভিযোগ করা হয়।
২০১১-১২ সালে মাত্র ১ হাজার ২৫০টি পুরুষ নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয় যুক্তরাজ্যে। কিছুদিন আগেই এ বিষয়টি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়।
সাইকোথেরাপিস্ট ডানকান ক্রেগ ধর্ষণের শিকারদের নিয়ে কাজ করেন। ধর্ষণের ক্ষেত্রে শুধু নারীদের বিষয়টিই বিবেচনা করা হয়। পুরুষ ভিক্টিমদের বিষয়টি গুরুত্ব দেওয়া হয় না প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চিন্তা করছি, বালক বা পুরুষদের কি হবে?’
ক্রেগ আরো বলেন, ‘বহু পুরুষ যৌন নির্যাতনের শিকার হয়। কিন্তু বাস্তবে নারী ও কন্যাশিশুদেরই গুরুত্ব দেয়া হয়। ফলে তাদের মধ্যে বঞ্চনাবোধ তৈরি হয়। তারা মনে করে, এ বিষয়ে কথা বলা যাবে না।’
বাংলাদেশ সময়: ১১:২৯:৪১ ১২৬৫ বার পঠিত