শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৪
কারচুপির তথ্য নেই : নির্বাচন শান্তিপূর্ণ, সিইসি
Home Page » আজকের সকল পত্রিকা » কারচুপির তথ্য নেই : নির্বাচন শান্তিপূর্ণ, সিইসিবঙ্গ-নিউজঃপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, ‘কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।’
কারচুপি অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, ব্যাপক ভোট কারচুপির বিষয়টি সঠিক নয়। এ ধরনের কোন তথ্য আমাদের কাছে নেই।
বৃহস্পতিবার রাতে ১১৫টি উপজেলা নির্বাচন শেষের অবস্থা জানাতে গিয়ে ইসির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, যেখানে সহিংসতা হয়েছে সেখানেই ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে এসব নির্বাচনী এলাকায় ২১৬ জন আচরণ বিধি লঙ্ঘনকারীকে শাস্তি দেওয়া হয়েছে এবং ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, গণমাধ্যমের সংবাদ থেকে বলা যায় অবশ্যই নির্বাচন ভাল হয়েছে।
বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, এটি একটি নির্দলীয় নির্বাচন। আমরা প্রশাসনকে নিরপেক্ষভাবেই কাজ করার নির্দেশ দিয়েছি। আর তারাও সেভাবেই কাজ করেছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল।
তিনি আরও বলেন, ‘আমাদের মনে হয়েছে নোয়াখালী উপজেলায় সন্ত্রাস হয়েছে সে কারণে নোয়াখালী সদরের ভোট স্থগিত করা হয়েছে। তাছাড়া ১১ উপজেলায় ৩৪ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:০০:২০ ৪০২ বার পঠিত