শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৪
থাইল্যান্ডে শিক্ষার্থীবাহী বাস-লরি সংঘর্ষে ১৫ জনের মৃত্যু
Home Page » বিশ্ব » থাইল্যান্ডে শিক্ষার্থীবাহী বাস-লরি সংঘর্ষে ১৫ জনের মৃত্যুথাইল্যান্ডের পূর্বাঞ্চলে একটি শিক্ষার্থীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষে অন্ততপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে ১৩ জনই শিশু।
শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে দ্য ডন।
সমুদ্রের কাছে প্রাচিনবুড়ি নামক স্থানটিতে দ্বিতল বাসের সঙ্গে ১৮ চাকার লরির এই সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জনেরও বেশি।
নিহত শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। বাসটি উত্তরপূর্বাঞ্চলীয় নাকন রাতচশমা থেকে পাতায়ার উদ্দেশে যাচ্ছিল।
পুলিশের লেফট্যানান্ট কর্নেল অনুকর্ন থামবিজার্ন টেলিফোনে বলেন, “১৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক দুর্ঘটনায় মারা গেছেন। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১১ জনের। ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “হয় বাসের ব্রেক নষ্ট হয়ে গিয়েছিল নয়তো চালক ঘুমিয়ে পড়েছিলেন।”
থাইল্যান্ডের সড়ক নিরাপত্তা ব্যবস্থা খুবই করুণ। দেশটিতে সড়ক দুর্ঘটনা একটি নৈমিত্তিক বিষয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে প্রতি ১ লাখ মানুষের মধ্যে প্রায় ৩৮ দশমিক ১ জনই সড়ক দুর্ঘটনায় মারা যান যা দক্ষিণ এশিয়ার মধ্যে গড়ে ১৮ দশমিক ৫ জন।
বাংলাদেশ সময়: ১৪:৪২:৪৩ ৩৬৯ বার পঠিত