বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৪

পুনরায় ভোট গ্রহণের দাবি জানালেন মির্জা ফখরুল।

Home Page » জাতীয় » পুনরায় ভোট গ্রহণের দাবি জানালেন মির্জা ফখরুল।
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৪



বঙ্গ-নিউজ ডটকমঃবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের স্বরূপ উন্মোচিত হয়েছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তারা সে প্রমাণ দিয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদের কারামুক্তি উপলক্ষে ভোলা জেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে সেখানে যান মির্জা ফখরুল।
উপজেলা নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে গোলযোগ হয়েছে সেসব জায়গায় পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, কয়েকটি উপজেলায় সরকার সমর্থকরা পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে।
নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি। উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে যেসব অভিযোগ করা হয়েছে তা কার্যকর করতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সময়: ১৮:২১:৪১   ৩৬২ বার পঠিত