বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৪
ডাক্তার ইভা হত্যা মামলায় একজনের ফাঁসি
Home Page » জাতীয় » ডাক্তার ইভা হত্যা মামলায় একজনের ফাঁসিরাসেদুল হাসান লিটন (বঙ্গ-নিউজ)ঃ ঢাকার দক্ষিণ খানের ব্র্যাক ক্লিনিকের চিকিৎসক সাজিয়া আফরিন ইভাকে ধর্ষণের চেষ্টার পর হত্যার দায়ে ওই ক্লিনিকের তত্ত্বাবধায়ক মো. ফয়সালকে মৃত্যদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ বি এম নিজামুল হক বুধবার এ রায় ঘোষণা করেন।২৭ বছর বয়সী আসামি ফয়সালের উপস্থিতিতেই বিচারক রায় পড়ে শোনান। ফাঁসিতে ঝুলিয়ে আসামির দণ্ড কার্যকর করতে বলেন তিনি।
রাষ্ট্রপক্ষে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য শুনে আদালত এই রায় ঘোষণা করে।
রায়ের পর ইভার বাবা মো. মনিরুল ইসলাম বঙ্গ-নিউজ ডটকমকে বলেন, “এ রায়ে আমি সন্তুষ্ট। তবে রায় দ্রুত কার্যকর করা হলে খুশি হব।”
মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালের ২৯ নভেম্বর রাতে ক্লিনিকের বিশ্রামাগারে ইভাকে ধর্ষণের চেষ্টা করেন প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ফয়সাল। ইভা বাধা দিলে ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে তাকে শ্বাসরোধ হত্যা করে নিজের কক্ষে চলে যান ফয়সাল।
ইভার বাবা ঘটনার পরদিন দক্ষিণ খান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফয়সালের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ইভাদের বাড়ি চাঁদপুরের ফরিদ গঞ্জেরর কালিথুবা গ্রামে। ২০০৮ সালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ২০১২ সালে তিনি ব্র্যাক ক্লিনিকে খণ্ডকালীন চিকিৎসক হিসাবে যোগ দেন।
তার বাবা মনিরুল ইসলাম এক সময় ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পুলিশের উপ-পরিদর্শক ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৫৮:৪২ ৩৯৬ বার পঠিত