মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৪
টি-২০ বিশ্বকাপের বিকল্প ভেন্যুও বাংলাদেশ
Home Page » ক্রিকেট » টি-২০ বিশ্বকাপের বিকল্প ভেন্যুও বাংলাদেশ বঙ্গ-নিউজঃ সিলেট বিভাগীয় স্টেডিয়াম আন্তর্জাতিক মানে উন্নীতকরণ কাজে দেরি হলে বিকল্প ভেন্যু হিসেবে ভারত নয়, বাংলাদেশের ভেতরেই অন্য ভেন্যু পছন্দ করা হবে। আইসিসিকে এমনই পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
সোমবার বিকেলে সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
নাজমুল হাসান জানান, আগস্ট মাসে আইসিসি প্রতিনিধি দলের সফরের ওপর ভাগ্য ঝুলে আছে সিলেট ও কক্সবাজার স্টেডিয়ামের। ওইসময় প্রতিনিধি দল সন্তুষ্ট হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা সিলেট ও কক্সবাজারেই হবে। সফরের সময় আইসিসি প্রতিনিধি দল দেখবে, স্টেডিয়ামের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে কি না।
তিনি বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে, এটি আন্তর্জাতিক মানে উন্নীত হবে। তবে আমরা দেরি করে ফেলেছি। বিশ্বকাপের জন্য আরও চার মাস আগে কাজ শুরু করা উচিত ছিল।
পাপন জানান, ৭ আগস্ট আইসিসি প্রতিনিধি দল সিলেট বিভাগীয় স্টেডিয়াম সফর করবে। এজন্য যে গতিতে কাজ চলছে তাতে চলবে। তবে বাড়তি সতর্কতা প্রয়োজন। বাড়তি জনবল নিয়োগ করলে ভালো হবে।
বাংলাদেশ সময়: ১৮:১৪:২৭ ৩৯৬ বার পঠিত