মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৪

চীন বাংলাদেশকে ৩৩ মিলিয়ন ডলার অনুদান দেবে

Home Page » জাতীয় » চীন বাংলাদেশকে ৩৩ মিলিয়ন ডলার অনুদান দেবে
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৪



11043.jpgচীন সরকারবাংলাদেশকে ৩৩ দশমিক ১১ মিলিয়ন ডলারের অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।অনুদানের মাধ্যমে প্রাপ্ত অর্থ বাংলাদেশ যেকোনো খাতে ব্যয় করতে পারবে বলে জানা গেছে।
বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কার্যালয়ে বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন এই অনুদানসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।
অর্থনৈতিক বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশের সরকার আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, অনুদানের মাধ্যমে প্রাপ্ত এই অর্থ মূলত অর্থনৈতিক এবং কারিগরি প্রকল্পে ব্যয় করা হবে। তবে বাংলাদেশ সরকার চাইলে এই অর্থ যেকোনো খাতে ব্যয় করতে পারে বলেও বিবৃতিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩:২৫:৫০   ৩৮৭ বার পঠিত