সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৪
বাংলাদেশের ক্রিকেটারদের সাংবাদিকদের সঙ্গে কথা বলা নিষেধ
Home Page » ক্রিকেট » বাংলাদেশের ক্রিকেটারদের সাংবাদিকদের সঙ্গে কথা বলা নিষেধবঙ্গ-নিউজডেস্কঃ এশিয়া কাপ চলার সময় বাংলাদেশের ক্রিকেটারদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এশিয়া কাপ শুরুর আগের দিন সোমবার মিরপুরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বাংলাদেশ দলের অনুশীলন শেষে কোনো ক্রিকেটারের সঙ্গে সাংবাদিকদের কথা বলার সুযোগ দেয়া হয়নি।
কাপে বাংলাদেশ দলের ব্যবস্থাপক নাজমুল করিম টেংকু সাংবাদিকদের জানান, ম্যাচের আগের দিনই কেবল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি পাওয়া যাবে। তাছাড়া স্বাগতিক দলের কেউই গণমাধ্যমের মুখোমুখি হবেন না।
চলতি মাসের শুরুতে চট্টগ্রাম টেস্টের পরদিন থেকে ক্রিকেটারদের ওপর ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিসিবি। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও অধিনায়ক মুশফিকুর রহিম জাতীয় দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশের পর আবার নিষেধাজ্ঞা আরোপ করলো বিসিবি।
রোববার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম জানান, এশিয়া কাপের জন্য দল ঘোষণা করার আগে নির্বাচকরা তার সঙ্গে আলোচনা না করায় তিনি ‘আনহ্যাপি’।
বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
সোমবার কঠোর অনুশীলনে সেই ম্যাচের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অনেক ক্যাচ ছাড়া স্বাগতিকরা ফিল্ডিং অনুশীলনে বাড়তি মনোযোগ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯:২০:৫১ ৩৯৬ বার পঠিত