রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫

আইন উপদেষ্টার সরকারি বাসভবনে ড্রোন

Home Page » জাতীয় » আইন উপদেষ্টার সরকারি বাসভবনে ড্রোন
রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫


আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

বঙ্গ-নিউজ: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়া গেছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় উদ্ধার হওয়া ড্রোনটি ফরেনসিক ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

আজ সকালে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে।

বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ডিএমপি। এদিকে এ ঘটনায় আইন উপদেষ্টার বাসার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এটি (ড্রোন) এখন যাচাই-বাছাই করা হচ্ছে। ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৪১:২০ ● ২৬ বার পঠিত