বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫

নির্বাচন ডিসেম্বর -জুনে : ড. ইউনূস, আমরা এতে মোটেও সন্তুষ্ট নই-মির্জা ফখরুল

Home Page » জাতীয় » নির্বাচন ডিসেম্বর -জুনে : ড. ইউনূস, আমরা এতে মোটেও সন্তুষ্ট নই-মির্জা ফখরুল
বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫


প্রধান উপদেষ্টার সাথে মির্জা ফখরুল

বঙ্গ-নিউজ: নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে—প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পুনরাবৃত্তিতে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমরা এতে মোটেও সন্তুষ্ট নই। আমরা স্পষ্টভাবে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির আরও অবনতি ঘটবে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি যে, নির্বাচনের জন্য ডিসেম্বরই হচ্ছে শেষ সময়সীমা।’

এর আগে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকটি দুপুর ১২টা ১০ মিনিটের দিকে শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:৩০ ● ৩৬ বার পঠিত