বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫

এডভোকেট কবি নজরুল ইসলাম এর কবিতা “প্রলয়ের বৈশাখ ”

Home Page » সাহিত্য » এডভোকেট কবি নজরুল ইসলাম এর কবিতা “প্রলয়ের বৈশাখ ”
বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫


পহেলা বৈশাখ

ফুল দিয়ে, গান গেয়ে স্বাগত জানাই
এসেছে যে বৈশাখ,
তুমি কেন রুদ্ররোষে প্রলয় বেগে
ঝড় তুফান নিম্নচাপ।

কোটি মানুষ ঘর থেকে বেরিয়ে
তোমাকে করে বরন,
তুমি কেন ভাই ডেকে আনো তবে
মানুষ পশুপাখির মরন।

মাঠের ফসল মুঞ্জরিত ফুলফল
কেন কর ভাই এতো ক্ষতি,
এতো ভালোবাসায় বরন করি তোমায়
বুঝি না তোর মতিগতি।

তোমারে মানুষ কতো ভালোবাসে
আবাল বৃদ্ধ বনিতা ফুল নিয়ে আসে,
তুমি কেন এতো ধ্বংস লীলা কর
কৃষক তো ভাই বড্ড সর্বনাশে।

তুমি কেন আস না মায়াভরা ভবে
কৃষকের মায়াসিক্ত ভালোবাসায়,
তুমি আসলে ফুল ফুটবে ফল আসবে
মানুষ থাকে তো এমন আশায়।

প্রার্থনা করি সকলে মিলে
হে মহাশক্তিধর অনন্তের প্রভু,
শান্তির বার্তা কৃষকের হাসি নিয়ে পাঠাও
রুদ্ররুপে প্রলয়ঙ্করী করে পাঠাইয়ো না কভু।

বাংলাদেশ সময়: ০:২২:৫৩ ● ২৫ বার পঠিত