
মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫
রুশ-বাংলাদেশ বন্ধুত্ব আরও গভীর করার উদ্যোগ, চট্টগ্রামে ৩টি রুশ যুদ্ধজাহাজ
Home Page » জাতীয় » রুশ-বাংলাদেশ বন্ধুত্ব আরও গভীর করার উদ্যোগ, চট্টগ্রামে ৩টি রুশ যুদ্ধজাহাজবঙ্গ-নিউজ: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার অংশ হিসেবে এবং দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রুশ ফেডারেশন নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ চার দিনের এক শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে। রোববার (১৩ এপ্রিল) জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে নোঙর করে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।
চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর জাহাজ তিনটিকে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার আগত রুশ নৌ কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, রুশ দূতাবাসের মিলিটারি, এয়ার ও নেভাল অ্যাটাশে, চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ার অনারারি কনস্যুল এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, রুশ যুদ্ধজাহাজগুলো বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ সেগুলোকে রীতি অনুযায়ী স্বাগত জানিয়ে চট্টগ্রাম বন্দর পর্যন্ত নিয়ে আসে।
সফরকালে রুশ জাহাজগুলোর অধিনায়কগণ এবং বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনীর ফ্লিট কমান্ডার (কম্বান) এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়াও, সফরের অংশ হিসেবে রুশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। তারা নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি ও যুদ্ধজাহাজ পরিদর্শন করবেন। পাশাপাশি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নৌবাহিনী পরিচালিত ‘বিএন আশার আলো’ স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্য এবং নৌবাহিনী পরিচালিত স্কুলগুলোর শিক্ষার্থীদেরও রুশ যুদ্ধজাহাজগুলো পরিদর্শনের সুযোগ থাকছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এই শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে সহায়ক হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রশিক্ষণ ও সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে, যা রাশিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। সফর শেষে আগামী ১৬ এপ্রিল রুশ যুদ্ধজাহাজ তিনটির বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০:২২:০৩ ● ২০ বার পঠিত