শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫

মারুফ মোহাম্মদ এর কবিতা “আমি তো মানুষ নই”

Home Page » সাহিত্য » মারুফ মোহাম্মদ এর কবিতা “আমি তো মানুষ নই”
শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫


 আমি তো মানুষ নই

ফিলিস্তিন ফিলিস্তিন বলে আর
কাঁদবো না, মায়াকান্নার মাতমে আমি আর নেই
আমি বরং হাসবো, হেসে হেসে হবো খুন
ভেংচি কেটে এই অথর্ব আমাকে সাজাবো সং
হেসে হেসে হবো কুটিকুটি জাতের আঁচড়ে
দুই শত কোটি বেজাতের চোখে।

তোমরা মানুষ
কাঁদবে তো কাঁদো… আমি তো মানুষ নই!
ধ্যানহীন জ্ঞানহীন অমানুষ এক
পাষণ্ড পুরোহিতের মানবিক আস্তাকুঁড়ে
ঈশ্বরের চোখে চোখ রেখে আমি
মুচকি মুচকি হাসতে থাকবো
বিদেহী মানবতার বেওয়ারিশ ঠোঁট টিপে টিপে।

বাংলাদেশ সময়: ১:৫৬:২৯ ● ৮২ বার পঠিত