
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
আমি বুঝতে পারছি না, ইসরায়েল কেন গাজা ছেড়ে দিয়েছে- ট্রাম্প
Home Page » জাতীয় » আমি বুঝতে পারছি না, ইসরায়েল কেন গাজা ছেড়ে দিয়েছে- ট্রাম্পবঙ্গ-নিউজ: ‘আমি বুঝতে পারছি না, ইসরায়েল কেন গাজা ছেড়ে দিয়েছে। তারা তো সমুদ্রতীরের সম্পত্তি হাতছাড়া করেছে,’ গাজা সম্পর্কে ট্রাম্পের বক্তব্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ভূখণ্ডকে ‘অসাধারণ রিয়েল এস্টেট’ ও ‘সমুদ্রতীরের সম্পত্তি’ বলে অভিহিত করেছেন এবং নিজ মালিকানায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। গতকাল হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প প্রস্তাব করেন, মার্কিন ‘শান্তিরক্ষী বাহিনী’ গাজা নিয়ন্ত্রণ করতে পারে এবং সেখানকার ফিলিস্তিনিদের অন্যত্র স্থানান্তর করা উচিত। তার মতে, ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নেওয়ার ব্যাপারে অনেক দেশই সম্মত হবে।
বিশেষজ্ঞরা ট্রাম্পের এ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তারা বলছেন, ট্রাম্পের বক্তব্য ইতিহাস বিকৃতির শামিল। তার বক্তব্যে ইঙ্গিত করা হয়েছে, ইসরায়েল গাজা স্থানীয় ফিলিস্তিনিদের হাতে ছেড়ে দিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। বাস্তবে, ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজাকে দখল ও অবরুদ্ধ করে রেখেছে। ট্রাম্প ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার কথা উল্লেখ করেননি, যেখানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত এবং লাখের বেশি আহত হয়েছে।
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যাকে ‘গাজাবাসীকে অন্য দেশে যাওয়ার সুযোগ দেওয়ার প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন।
এ সংবাদ সম্মেলনে অধিকাংশ গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কেবল ট্রাম্প ও ইসরায়েলপন্থী কিছু সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। অনেকে মনে করছেন, গাজায় মানবিক সংকট ও ইসরায়েলের অপরাধ সম্পর্কে প্রশ্ন এড়াতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৩০:৫২ ● ৫২ বার পঠিত