
রবিবার ● ৬ এপ্রিল ২০২৫
মারিয়া শাইরির কবিতা ‘বিমূর্তের মেলা’
Home Page » সাহিত্য » মারিয়া শাইরির কবিতা ‘বিমূর্তের মেলা’জ্ঞানহারা মন নিথর দেহ
ফোঁটে ফুল বারোমাসি ,
সময়ের কাছে হয়েছি শুধু
ধুলো পাহাড়ের চাষী ।
মেঘের ঝলক উষ্ণ তুফানে
ধ্রুবতারার পেয়েছে দেখা
মুহুর্তবিলাস নদীর কাছে
দুঃখ বলে ফিরেছে একা ।
পরমপ্রেমে নিজের কাছে
ধরেছি জখম বাজি ;
প্রকৃতির চোখ বন্ধ থাকুক
বেদনা মশালেও রাজি ।
শ্বাসের সাথে যুদ্ধ করি
ভয় কি আছে আর ,
থেমে যাবে স্বর তবুও বলি
তুমি আসলে ছিলে কার ?
উষ্ণ প্রেমে হাওয়ার বাঁশি
অর্ঘ্য মাধুর্যে বাজে ,
মুখের ছায়া স্রোতস্বিনী রোদ
অতলে অবাক সাজে।
খুঁজি তোমাকে কথার রাতে
অভিমানী চাঁদ তারা,
দূরবাসী বলে বিলাপ করি
আমার হয়নি যারা।
বিকেলের সুর নশ্বরতা খোঁজে
আঁধারে দিগন্ত রেখা;
দিব্য দৃষ্টি আটকে পড়েছে
আজ বিমূর্তপ্রেম মেলা।
বাংলাদেশ সময়: ১৫:১২:০৫ ● ৯৭ বার পঠিত