শনিবার ● ৫ এপ্রিল ২০২৫

শাহবাগের ফুল মার্কেটে আগুন !

Home Page » জাতীয় » শাহবাগের ফুল মার্কেটে আগুন !
শনিবার ● ৫ এপ্রিল ২০২৫


শাহবাগের ফুল মার্কেটে আগুন

 বঙ্গনিউজঃ   রাজধানীর শাহবাগের ফুল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত ৯টা ৫৩ মিনিটে আগুন লাগে। এতে বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার ফায়ার সার্ভিসের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান সমকালকে জানান, খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঢাকা ফুল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান সাগর বলেন, মার্কেটের পাশে বেলুনের দোকান থেকে আগুনের সূত্রপাত। এরপর আগুন ফুল মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে আটটি ফুলের দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২৪ ● ১৪ বার পঠিত