
শনিবার ● ২৯ মার্চ ২০২৫
ট্রাম্পের ইফতার পার্টি, সমর্থনের জন্য মুসলিম সম্প্রদায়কে ধন্যবাদ
Home Page » জাতীয় » ট্রাম্পের ইফতার পার্টি, সমর্থনের জন্য মুসলিম সম্প্রদায়কে ধন্যবাদবঙ্গ-নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রথমবারের মতো রমজানে ইফতার-ডিনারের আয়োজন করেছেন। গত বৃহস্পতিবার (২৭ মার্চ) এই ইফতার অনুষ্ঠানে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম আমেরিকানদের সমর্থন কামনা করেছেন তিনি।
ইফতারে প্রায় ৬০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন সিনেটর লিন্ডসে গ্রাহাম, জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘রমজানের এই পবিত্র মাসে আমি আমাদের মুসলিম বন্ধুদের জানাতে চাই, আপনাদের অনেকেই গত নির্বাচনে আমাদের সমর্থন করেছেন। বিশেষ করে মিশিগানসহ বিভিন্ন রাজ্যে আমরা মুসলিম ভোটারদের ব্যাপক সমর্থন পেয়েছি। তাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। সবাইকে রমজান মোবারক।’
তিনি তার প্রশাসনের মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তার প্রথম মেয়াদে ইসরায়েল ও কিছু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য স্বাক্ষরিত ‘অ্যাব্রাহাম অ্যাকর্ডস’ চুক্তির সফলতার কথাও তুলে ধরেছেন।
ট্রাম্প বলেন, ‘আমরা মুসলিম সম্প্রদায়ের কাছে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি। আমার প্রশাসন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যাব্রাহাম অ্যাকর্ডস, যার সম্পর্কে সবাই বলেছিল তা সম্ভব নয়, এখন আমরা এগুলো পূর্ণ করতে শুরু করব।’
ট্রাম্প ইসরায়েল ও গাজার মধ্যে সংঘাতের সমাধান এবং গাজায় সাময়িক যুদ্ধবিরতির প্রসঙ্গও উল্লেখ করেছেন। তবে মধ্যপ্রাচ্য ও গাজা নিয়ে ট্রাম্পের এই বক্তব্য এমন সময় এসেছে যখন গাজায় ইসরায়েলি হামলা পুনরায় শুরু হয়েছে এবং সহিংসতা বেড়েছে।
বাংলাদেশ সময়: ২০:১৪:২৭ ● ৪০ বার পঠিত