বুধবার ● ২৬ মার্চ ২০২৫

আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস, স্মৃতিসৌধে জনস্রোত

Home Page » জাতীয় » আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস, স্মৃতিসৌধে জনস্রোত
বুধবার ● ২৬ মার্চ ২০২৫


সংগৃহীত ছবি: জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে জনতার ঢল

বঙ্গ-নিউজ: আজ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস।  স্বাধীনতার ৫৪তম বার্ষিকীতে আজ ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে জনসাধারণের ঢল নেমেছে। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কার্যক্রম শেষে স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমান উল্লাহ আমানসহ দলটির শীর্ষ নেতারা স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারাও পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও, বাংলাদেশ ডেমোক্রেটিক স্টুডেন্টস কাউন্সিলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করে এবং দিবসটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩১:২০ ● ৫৬ বার পঠিত