
শনিবার ● ৮ মার্চ ২০২৫
মধ্যনগরে নারী দিবসের আলোচনা ও র্যালী
Home Page » সংবাদ শিরোনাম » মধ্যনগরে নারী দিবসের আলোচনা ও র্যালীসিলেট ব্যুরো,বঙ্গ-নিউজ :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগরে আলোচনাসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় বেসরকারী সামাজিক উন্নয়ন সংগঠন জলজনপদ নারী ও শিক্ষা উন্নয়ন সংস্থা( জনাশিউশ) এর উদ্যোগে শনিবার( ৮মার্চ) দুপুর ১২টায় বংশীকুণ্ডা কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী সভাপতি সাজেদা আহমেদ।
এতে প্রধান আলোচক ছিলেন উপজেলা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সাধারন সম্পাদক প্রভাষক সোনিয়া খানম।
বিশেষ আলোচক ছিলেন বংশীকুণ্ডা কলেজের প্রভাষক সুমী আক্তার। আলোচনাসভায় উপস্থিত নারীরা তাদের বিভিন্ন সমস্যা,অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সাজেদা আহমেদ বলেন, ‘বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে চলতি বছরের জানুয়ারী ও ফেব্রুয়ারি এ দুইমাসে সারাদেশে ৩৯৬টি নারী ও শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে। ধর্ষন যেন মহামারী রুপ ধারন করেছে। এর দায় রাষ্ট্রকে নিতে হবে। আমরা এসবের বিচার দাবী করছি। পাশাপাশি নারীর সম্ভ্রম রক্ষায় নারীকেই সবধরনে প্রস্ততি নিতে সবার প্রতি আহবান জানাচ্ছি।’
আলোচনাসভা শেষে একটি র্যালী বের করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:০১:৪৭ ● ১৫৫ বার পঠিত