শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫

মারিয়া শাইরি এর কবিতা - “মায়ের হাতে জীবনের ছবি “

Home Page » সাহিত্য » মারিয়া শাইরি এর কবিতা - “মায়ের হাতে জীবনের ছবি “
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫


 মায়ের হাতে জীবনের ছবি

নকশিকাঁথার সুতো বুনে
আঁকি স্মৃতির রেখা ।
মায়ের হাতে জীবনের ছবি
সেলাইয়ে তার দেখা।

নানান রকম ভাবনা গুলো
কাঁথায় গেঁথে রাখি
সুচগুলো মাঝে মাঝে খুব ক্লান্ত
গোধূলি লগ্নে অবসর যাপন আঁখি ।

লাল রঙেতে সাহস জাগায়
সবুজে প্রকৃতির দেখা ,
হলুদ রঙেতে বসন্ত আসে
ভালোবাসা নিও সখা ।

বসন্তের নবপূর্ণিমা গুলো
দোলে কৃষ্ণচূড়ার ডালে,
কোকিলের কুহু কুহু স্বর মধুর যেন
প্রাণের মহিমান্বিত সাজে ।

বাংলাদেশ সময়: ২০:০৫:২৭ ● ৪২ বার পঠিত