শনিবার ● ২৫ জানুয়ারী ২০২৫
মোছাঃছুরাইয়া আফরিনের কাবিতা - আমরা সবাই স্বাধিন
Home Page » সাহিত্য » মোছাঃছুরাইয়া আফরিনের কাবিতা - আমরা সবাই স্বাধিন
মায়ের বুকের ধন,করলি তোরা নিধন
খুন করে সোনার ছেলে তোরা কী পার পাবি?
আমরা প্রতিবাদি নারি, হার মানবেনা বীর বাঙালি
বাঙালি নামে কলঙ্ক শোষক জাতি, তোরা কী পার পাবি?
মুক্তি যখন রাজপথে, শক্তি তখন বন্দি
হিদয় যখন কাফন পরে,স্বপ্ন তখন চোখের পাতায় নাচে।
বুলেট তোমার আর কত বাকি? বুকটা আমার এখনো খালি,
মুখটা আমার বাচিয়ে রেখ,বোনটি আমার অবুঝ।
গড়িয়ে পড়ে রাজপথে রক্ত দিল মাখিয়ে
রক্তের উপর পা দিয়ে মিছিল যাবে এগিয়ে।
দেহ গেলো পোকার দখলে স্বপ্ন গেল মিছিলে।
শূন্য ঘরে পথের পাশে বসে থাকে তার ভাইটি
আসবে কবে এই পথ ধরে ঘরে ফিরবে তার জান পাখি।
যেপথে গেছে ঘর ছেড়ে, আসবে না আর সেই
পথে খোকা ঘরে ফিরে।
মৃত্যুর ভয় তুচ্ছ করে এগিয়ে যাবে রাজপথে
আমরা খুনি নয়,খুনি বানিয়েছ তাই, খুন করতে দ্বিধা
কোথায়?
শাপলার বুকে রক্তের ঢেউ, পদ্মার চোখে জল
মেঘনার হাতে অস্ত্র, যমুনার দেহ ভস্ম
সুমন কারাগারে, মুক্তিরা বহু দুরে
মৃত্যুরা অতি কাছে যায় যাক প্রাণ।বাজপাখি পথ হারা, শত্রু
তখন দিশেহারা মুক্তি যখন অতি কাছে।
মরতে রাজি, মারতে রাজি। মানতে হবে আমাদের দাবি।
আমরা সবাই স্বাধীন।
বাংলাদেশ সময়: ২৩:০১:৩৮ ● ৬৭ বার পঠিত