শনিবার ● ২৫ জানুয়ারী ২০২৫
মারিয়া শাইরি এর কবিতা - ”স্মৃতিটুকু ”
Home Page » সাহিত্য » মারিয়া শাইরি এর কবিতা - ”স্মৃতিটুকু ”
বসন্ত বাতাসে কোকিল ডাকে কুহু স্বরে ;
উতলা মন আমার থাকতে চায় না ঘরে।
শরতের আকাশ যখন নীল ওই মেঘে
মনের মাঝে কালো ছায়া উড়ে উড়ে আসে।
শরতের কাশফুল ফুলে ফুলে সাদা
আমার মনে প্রিয় তখনও কালো মেঘে ঢাকা !
বর্ষাকালে বাদল দিনে আমার প্রিয় তুমি
থাকো আমায় একা রেখে পরবাসে
আমি শুধু জানি।
হেমন্ত আসে যখন আমার কুঁড়েঘরে
তখনও তুমি ফিরলে না ফিরবে আবার কবে?
গ্রীষ্মের গরম হাওয়া বহে আমার প্রাণে
কেমন করে হবো শীতল শীতই শুধু জানে।
গ্রীষ্মের মৌসুমী ফলে রাঙা হয় না মন
তোমার কাছে কবে যাবো করে সেই আয়োজন।
শীতের শুরু হয় আবার বর্ষার শেষে
বাদলদিনের বর্ষা আঁখি নিয়ে যায় ধুয়ে মুছে।
যেতে যেতে সবই যখন আমায় ছেড়ে গেল
স্মৃতিটুকু রাখলাম শুধু তুমি ফিরলে দেব।
বাংলাদেশ সময়: ২২:৩৭:৫৮ ● ১০৭ বার পঠিত