বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২৫

লস অ্যাঞ্জেলেসে ফের দাবানলের তাণ্ডব

Home Page » বিশ্ব » লস অ্যাঞ্জেলেসে ফের দাবানলের তাণ্ডব
বৃহস্পতিবার ● ২৩ জানুয়ারী ২০২৫


 ফাইল ছবি

বঙ্গনিউজ : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ফের নতুন করে দাবানল শুরু হয়েছে। এরইমধ্যে আগুন ৯ হাজার ৪০০ একর জমিতে ছড়িয়ে পড়েছে। শুষ্ক ঝোপঝাড়, দমকা বাতাসের কারণে আগুনের বিস্তার রোধ করা যাচ্ছে না। বুধবার লেক হিউজেস রোড থেকে দাবানল শুরু হলে মাত্র এক ঘণ্টার মধ্যে ৫০০ একর জমি পুড়িয়ে দেয়।

এখন পর্যন্ত ৩১ হাজারেরও বেশি বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও ২১ হাজার বাসিন্দাকে সতর্ক করে দেওয়া হয়েছে। স্থানীয় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুষ্ক বাতাস ও দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত না হওয়ায় দাবানলের ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে।

নতুন দাবানলটি ‘ইটন ফায়ার’ নামক বিধ্বংসী দাবানলের দুই তৃতীয়াংশের সমান হয়ে উঠেছে। এটি পুরো এলাকার জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। তবে আগামী দিনে বৃষ্টিপাত হতে পারে বলে আশা করা হচ্ছে। বৃষ্টি হলে আগুন নেভাতে দমকলকর্মীদের সহজ হবে। তথ্য: সিবিসি

বাংলাদেশ সময়: ১৩:৫৮:২৩ ● ২২ বার পঠিত