বুধবার ● ২২ জানুয়ারী ২০২৫
উৎকলিত রহমানের বিরহের কবিতা ‘গল্প’
Home Page » সাহিত্য » উৎকলিত রহমানের বিরহের কবিতা ‘গল্প’
আমাদের ঘিরে নেমেছিল রাত সেদিন,
জেগেছিল নক্ষত্র, সমুদ্র সফেন,
দুটি ভিন্ন ভাবনায় দুটি ভিন্ন মন তবু-
পাশাপাশি হেঁটেছে অনেকটা দূর,
আমাদের ঘিরে তখন মাতাল বাতাস,
ফুটে থাকা কোরালের চোখে বিস্ময় বিস্তর,
আরও কিছুটা কাছে, হাতের ছোঁয়া হাতে,
লুটোপুটি একটি দুটি চুলের গোছা,
মাতাল ঝাউয়ের বনে তখন সাইমুম!
.
আমরা সে রাতে দুটি ভিন্ন ভাবনায়,
বিপরীত চাওয়ার বিপরীত কামনায়,
আমরা তবু হেঁটেছিলাম পাশাপাশি,
জীবনের খুব কাছাকাছি,
আমাদের ভালোবেসেছিল দারুচিনি দ্বীপ,
আরো কাছে চেয়েছিল অন্ধকার রাত,
আমরা তবু নীরব থেকেছি,
নীরবে গিয়েছি আলাদা হয়ে।
.
জীবন সিনেমার মতো কিংবা সিনেমা জীবনের!
পাশাপাশি সে রাত, অসমাপ্ত গল্প,
জীবন পর্দার টুকরো সে কাহিনী,
আমরা অধরা রাতের কাব্যে- ট্র্যাজিক সমাপ্তি যেন,
আমাদের জানা নেই, কেন এতটা কাছে ছিলাম সে রাতে,
কেন হেঁটেছি এতটা কাছাকাছি!
আমরা জানিনা, আমাদের কারও ভাবনায়-
কেউ কি ধরতে চেয়েছিলাম হাত?
ভেবেছিলাম পাশে থাকলে কি ক্ষতি?
জীবন তবু নির্দেশকের ছকে সাজানো ছবি,
একটি নীরব রাতের বিচ্ছেদ কল্প-কাহিনী!
.
[কবি উৎকলিত রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী; বর্তমানে আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশ’এর সঙ্গে কাজ করছেন।]
বাংলাদেশ সময়: ১৬:৪৮:২২ ● ১৩ বার পঠিত