বুধবার ● ২২ জানুয়ারী ২০২৫
ডা. এরফানুল হক সিদ্দকীকে বিএসএমএমইউ ড্যাবের শুভেচ্ছা
Home Page » স্বাস্থ্য ও সেবা » ডা. এরফানুল হক সিদ্দকীকে বিএসএমএমইউ ড্যাবের শুভেচ্ছা
বঙ্গনিউজ : বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হওয়ায় বিএসএমএমইউর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), অর্থোপেডিক সার্জারি বিভাগের শিক্ষক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বিএসএমএমইউ শাখার সভাপতি ডা. এরফানুল হক সিদ্দকীকে ড্যাব, বিএসএমএমইউর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিএসএমএমইউর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অফিসে ডা. এরফানুল হক সিদ্দকীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ ছাড়া বৈষম্যবিরোধী শিক্ষক-চিকিৎসক-কর্মকর্তা-নার্স ও কর্মচারী ঐক্য পরিষদ, স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা, কেন্দ্রীয় ছাত্রদল নেতারাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও বৈষম্যবিরোধী শিক্ষক-চিকিৎসক-কর্মকর্তা-নার্স ও কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি, বিএসএমএমইউ ড্যাবের সহসভাপতি ও বিএসএমএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার-১ ডা. মো. দেলোয়ার হোসেন টিটো শুভেচ্ছা জানান।
ডা. এরফানুল হক সিদ্দকীকে বিএসএমএমইউ ড্যাবের শুভেচ্ছা
দেশে এইচএমপিভি আক্রান্ত একমাত্র নারীর মৃত্যু
এ সময় ড্যাবের ডা. জাফর ইকবাল, ডা. মশিউর রহমান কাজল, ডা. এনামুল হক, ডা. সেতু, ডা. মামুন, বৈষম্যবিরোধী শিক্ষক-চিকিৎসক-কর্মকর্তা-নার্স ও কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. শহীদুল হাসান, উপ-রেজিস্ট্রার-১ ডা. একেএম কবীর আহমেদ রিয়াজ, সহকারী প্রক্টর ডা. শাহরিয়ার শামস লস্কর, উপ-রেজিস্ট্রার ইয়াহিয়া খান, স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম রনি, গোলাম সারোয়ার সুমন প্রমুখ। বিএসএমএমইউ শাখার সভাপতি ডা. এরফানুল হক সিদ্দকী উপস্থিত সবার উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদী শক্তি আরও শক্তিশালী করা ও বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
এর আগে সোমবার (২০ জানুয়ারি) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের কনফারেন্স রুম-২ এ বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে সোসাইটির আহ্বায়ক কমিটি ও ৩৮তম কনফারেন্স আয়োজক কমিটি-২০২৫ গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক হলেন ডা. মো. আবুল কেনান। সদস্য সচিব হলেন ডা. এরফানুল হক সিদ্দিকী। ডা. এরফানুল হক সিদ্দিকী বিএসএমএমইউর পরিচালকের(পরিকল্পনা ও উন্নয়ন) দায়িত্ব পালন করছেন।
কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন- ডা. শাহ মু. আমান উল্লাহ, ডা. সৈয়দ জাকির হোসেন বিপ্লব, ডা. জিএম জাহাঙ্গীর হোসেন, ডা. শেখ ফরহাদ, ডা. আবু আউয়াল শামীম, ডা. সিরাজুস সালেহীন, ডা. মো. আলমগীর হোসেন জনি, ডা. জামাল উদ্দিন আহমদ।
কোষাধ্যক্ষ হয়েছেন ডা. মো. জহির উল ইসলাম। অপরদিকে ৩৮তম বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি কনফারেন্স আয়োজক কমিটি-২০২৫ এর চেয়ারম্যান হয়েছেন ডা. ওয়াকিল আহমেদ এবং সেক্রেটারি হলেন ডা. মো. মিজানুর রহমান।
ওই সভায় পরবর্তীতে দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:২১ ● ১৭ বার পঠিত