মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২৫

শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুন

Home Page » বিনোদন » শিল্পী সমিতি থেকে বহিষ্কার নিপুন
মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২৫


 ফাইল ছবি

বঙ্গনিউজ : বাংলাদেশ চলচ্চিত্র সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন নায়িকা নিপুন আক্তার।

জানা গেছে, জালিয়াতি করার অভিযোগে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে নিপুনকে এই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সমিতি।

রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে।

বলে রাখা ভালো, ২০২৪ সালের ১৬ জুলাই সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুন আক্তার। সেখানে নিজেকে সাধারণ সম্পাদক ‘সাবেক’ বলেই উল্লেখ করেন এই নায়িকা।

সেটি গত ১৭ জুলাই নিজের ফেসবুক ওয়ালে পোস্টও দেন নিপুন। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কিত হন তিনি।

এদিকে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

তবে নোটিশ দিলে তা তোয়াক্কা করেননি নিপুন। তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ ওঠে বিতর্কিত এই নায়িকার বিরুদ্ধে। গঠনতন্ত্র পরিপন্থি কাজ করায় নিপুনকে নোটিশ দিয়েছিল কার্যনির্বাহী পরিষদ।

এবার অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার এবং সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুন আক্তার। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডিএ তায়েব।

বাংলাদেশ সময়: ১৫:০০:০০ ● ২২ বার পঠিত