বুধবার ● ৮ জানুয়ারী ২০২৫

সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা: বিজিবি-বিএসএফের বৈঠক

Home Page » প্রথমপাতা » সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা: বিজিবি-বিএসএফের বৈঠক
বুধবার ● ৮ জানুয়ারী ২০২৫


 ফাইল ছবি

বঙ্গনিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক করবে। দুই দেশের উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হবে।’’

সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘‘সীমান্তে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’’

এর আগে, গত রোববার সন্ধ্যায় সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করেন বিএসএফ সদস্যরা। সেদিনই বিজিবির তরফ থেকে মৌখিকভাবে বেড়া নির্মাণে নিষেধ করা হলেও শোনেনি তারা। সোমবার সকালে ফের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করেন বিএসএফ সদস্যরা।

বিজিবির পক্ষের বাধা কর্ণপাত না করায় সেদিনই বিকেলে বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হয়। তবে, কোনো সমাধান হয়নি। মঙ্গলবার সকালে বিএসএফের পক্ষ থেকে আবার কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সতর্ক অবস্থান নেয় বিজিবি।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:১৩ ● ১৪৮ বার পঠিত