রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫

ভারতে বাংলাদেশি বিচারকদের প্রশিক্ষণে অংশগ্রহণ বাতিল

Home Page » জাতীয় » ভারতে বাংলাদেশি বিচারকদের প্রশিক্ষণে অংশগ্রহণ বাতিল
রবিবার ● ৫ জানুয়ারী ২০২৫


প্রতীকী ছবি-ভারত-বাংলাদেশ পতাকা

বঙ্গ-নিউজ: ভারতের জাতীয় বিচার বিদ্যায়তন এবং একটি রাজ্য বিচার বিদ্যায়তনে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশি বিচারকদের অংশগ্রহণ বাতিল করা হয়েছে। আজ রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১০ থেকে ২০ ফেব্রুয়ারি এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিচারকদের পূর্বের অনুমোদন বাতিল করা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৫০ জন বিচারকর্মকর্তার জন্য প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়েছিল।

মনোনীত কর্মকর্তাদের মধ্যে সহকারী বিচারক, জ্যেষ্ঠ সহকারী বিচারক, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমমানের অন্যান্য কর্মকর্তা ছিলেন।

পরিপত্রে আরও বলা হয়েছে, প্রশিক্ষণের সমস্ত খরচ ভারত সরকার বহন করবে এবং বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।

এই প্রশিক্ষণ কর্মসূচিটি ২০১৭ সালের এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির অংশ ছিল। চুক্তির আওতায়, ভারতের জাতীয় বিচার বিদ্যায়তন এবং অন্যান্য প্রতিষ্ঠানে বাংলাদেশি বিচারকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮:২৪:৩০ ● ৬৫ বার পঠিত