বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২৫

মুক্তি পেলেন আটককৃত ৩১ ভারতীয় জেলে

Home Page » প্রথমপাতা » মুক্তি পেলেন আটককৃত ৩১ ভারতীয় জেলে
বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২৫


 ফাইল ছবি

বঙ্গনিউজ : বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নৌবাহিনীর হাতে আটককৃত ৩১ ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় আদালতের নির্দেশে পটুয়াখালী জেলা কারাগার থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে এসব জেলেদের হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

তিনি বলেন, দুদেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়েছে। বর্তমানে তাদের কলাপাড়া থানায় পাঠানো হয়েছে। কোস্টগার্ড সেখান থেকে তাদের ট্রলারসহ ভারত-বাংলাদেশের জলসীমানায় নিয়ে ভারতের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করবেন।

এর আগে ১৫ অক্টোবর রাতে টহল চলাকালে বাংলাদেশর জলসীমানা থেকে দুটি ফিশিং ট্রলারসহ ভারতীয় এসব জেলেদের আটক করে বানৌজা শহীদ আখতার উদ্দিন জাহাজে কর্তব্যরত নৌবাহিনীর সদস্যরা। এ সময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৫০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৩৮ ● ১০৪ বার পঠিত