মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাক কেন্দ্রীয় শহীদ মিনারে গণ জমায়েতের

Home Page » জাতীয় » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাক কেন্দ্রীয় শহীদ মিনারে গণ জমায়েতের
মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ :  বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকার প্রকাশ করলেও গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এ গণজমায়েতের আহ্বান করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের অংশ হিসেবেই মঙ্গলবার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এ গণজমায়েত হবে।

হান্নান মাসউদ বলেন, গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র বন্ধ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। ঘোষণাপত্র প্রকাশের বিষয় আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়েছি, তাদের সমর্থন চেয়েছি কিন্তু অনেকেই তা সমর্থন দেয়নি। কিন্তু আমাদের সমর্থন করেছে অন্তর্বর্তী সরকার। তাই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মতো দেশের সব লোককে মঙ্গলবার শহীদ মিনারে আসতে বলবো। আমরা গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে সমর্থন দিতে দেশের সব মানুষদের শহীদ মিনারে জমায়েত হওয়ার আহ্বান করছি।

পরে সংবাদ সম্মেলন শেষে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একাংশ বাংলামোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে মিছিল নিয়ে যায়।

এর আগে রাত ১০টার পর গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ কর্মসূচির জরুরি সভায় বসেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। প্রায় রাত ১টা পর্যন্ত চলে বৈঠক।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

এদিকে সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে এক জরুরি সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে।

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে।

তিনি বলেন, আমরা আশা করছি- সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, এর আগে গত রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে জানায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করা হবে। সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়ের উল্লেখ করেছেন। তাতে ১৯৭২ সালের সংবিধানকে ‘মুজিববাদী সংবিধান’ হিসেবে আখ্যায়িত করে এর ‘কবর’ রচনা করা এবং ‘নাৎসিবাদী আওয়ামী লীগকে’ বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা বলেন।

বাংলাদেশ সময়: ১২:৪৯:১৬ ● ৬৯ বার পঠিত