মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০২৪
জড়ো হচ্ছেন সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা ‘মার্চ ফর ইউনিটি’তে
Home Page » জাতীয় » জড়ো হচ্ছেন সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা ‘মার্চ ফর ইউনিটি’তে
বঙ্গনিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ‘মার্চ ফর ইউনিটি’তে যোগ দিতে সারা দেশের শিক্ষার্থীরা ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয় এবং বিভিন্ন জেলার শিক্ষার্থীরা রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
দেশের বিভিন্ন অঞ্চল আসা শিক্ষার্থীরা শহীদ মিনারে উপস্থিত হন। তাদের প্রত্যাশা, ফ্যাসিবাদবিরোধী শপথে দেশের মানুষ ঐক্যবদ্ধ হবে।
এ কর্মসূচি ঘিরে গত দুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে বিতর্ক রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করে।
‘মার্চ ফর ইউনিটি’তে জড়ো হচ্ছেন সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা
‘মার্চ ফর ইউনিটি’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সোমবার রাতের এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বিকাল ৩টায় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচি দেশের ঐক্যের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে।
বাংলাদেশ সময়: ১২:২৬:৩২ ● ৪৬ বার পঠিত