শনিবার ● ২১ ডিসেম্বর ২০২৪
খালেদ হোসাইনের কবিতা- ” তবু খুব মায়াময় মানবজীবন”
Home Page » সাহিত্য » খালেদ হোসাইনের কবিতা- ” তবু খুব মায়াময় মানবজীবন”
অলিগলির মতো কত বলিরেখা তাম্রলিপির মতো আজ যায় দেখা। চুল কমে, পেকে ক্রমে হয়ে পড়ে সাদা কোথাও যে যেতে হবে আসে সে তাগাদা।
ইন্দ্রলুপ্ত দেখা দেয় ঝরে গিয়ে চুল অস্থিসন্ধি, মাংসপেশি ব্যথায় ব্যাকুল। দৃষ্টিশক্তি কমে, বাড়ে বিশ্বজুড়ে ধোঁয়া ত্বকেরও সামর্থ্য নাই, বোঝে কারো ছোঁয়া।
অকার্যকর বটে কর্ণপটহ জীবন বিব্রত হয় তাই অহরহ। অর্থাৎ সমস্ত দেহ অবশ বিবশ চিত্ত তবু পান করে শুধু মর্মরস।
জন্ম থেকে মৃত্যু—এক অনিঃশেষ রণ তবু খুব মায়াময় মানবজীবন।
বাংলাদেশ সময়: ১৫:৩১:০৪ ● ২০ বার পঠিত