সোমবার ● ২১ অক্টোবর ২০২৪

জেড আই খান পান্নার নাম মামলা থেকে প্রত্যাহার

Home Page » জাতীয় » জেড আই খান পান্নার নাম মামলা থেকে প্রত্যাহার
সোমবার ● ২১ অক্টোবর ২০২৪


ফাইল ছবি-সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না

বঙ্গ-নিউজ: সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার নাম আজ খুনের চেষ্টার মামলা থেকে প্রত্যাহার করে নিয়েছেন বাদী। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, মামলার বাদী মো. বাকের (৫২) আজ সকালে থানায় এসে জেড আই খান পান্নার নাম মামলা থেকে প্রত্যাহারের আবেদন করেন।

পেশায় একজন শ্রমিক মো. বাকের বলেন, ‘আমার কাছে বারবার ফোন আসছে, যার কারণে কাজে বিঘ্ন ঘটছে। এভাবে চলতে থাকলে আমার চাকরি চলে যাবে। আমি বিএনপি-জামায়াতের আইনজীবীর মাধ্যমে মামলা করেছিলাম, বাকিটা আপনারা নিজেরাই বুঝে নিন।’

এর আগে তিনি গণমাধ্যমকে জানান যে, তিনি জানেন না জেড আই খান পান্না কে এবং তার নাম মামলায় কীভাবে এসেছে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর মেরাদিয়া বাজার এলাকায় বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় আহত আহাদুল ইসলামের বাবা হলেন মো. বাকের। তিনি গতকাল (২০ অক্টোবর) আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান জেড আই খান পান্নাসহ আরও ১৭৯ জনের নামে খিলগাঁও থানায় খুনের চেষ্টার মামলা দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, র‌্যাব, বিজিবি, পুলিশ এবং ১৪ দলীয় জোটের কর্মীরা বিক্ষোভকারীদের ওপর গুলি ও ককটেল নিক্ষেপ করে।

এদিকে, আজ সকালেই এই মামলায় জেড আই খান পান্নার আগাম জামিন মঞ্জুর করেছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:০৪ ● ২৬ বার পঠিত