রবিবার ● ২০ অক্টোবর ২০২৪

জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

Home Page » জাতীয় » জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
রবিবার ● ২০ অক্টোবর ২০২৪


ফাইল ছবি-বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্না

বঙ্গ-নিউজ: গণআন্দোলনের সময় এক যুবককে গুলি করে আহত করার অভিযোগে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মো. বাকের (৫২) বাদী হয়ে পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগ অনুসারে, গত ১৯ জুলাই মেরাদিয়া বাজার এলাকায় ছাত্রদের নেতৃত্বাধীন গণআন্দোলনের সময় বাদীর ছেলে আহাদুল ইসলামকে পান্নাসহ অজ্ঞাতনামা বিজিবি, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করে।

মামলার এজাহারে দাবি করা হয়, আন্দোলনের সময় আহাদুলসহ অন্যান্যদের ওপর পান্না ও তার সহযোগীরা হামলা চালায়। এসময় আহাদুল গুলিবিদ্ধ হন এবং মাটিতে লুটিয়ে পড়লে তাকে মারধরও করা হয়। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালে নেওয়া হয়।

এই মামলায় জেড আই খান পান্না ছাড়াও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অন্যান্যদেরও অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, ‘ভুক্তভোগীর বাবা মামলাটি দায়ের করেছেন। মামলার অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত চলছে।’

উল্লেখ্য, জেড আই খান পান্না সম্প্রতি ছাত্র আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি চালানোর ঘটনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘রিসেট বাটন’ মন্তব্যের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, এ ধরনের মামলা মানুষকে হয়রানি করার জন্য করা হয়, যা প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করতে বাধা সৃষ্টি করে।

পান্না ‘আইন ও সালিশ কেন্দ্র’-এর সভাপতি এবং ছাত্র আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন ও প্রাণহানির ঘটনা তদন্তের জন্য ২৯ জুলাই গঠিত ‘জাতীয় গণতদন্ত কমিশন’-এরও একজন সদস্য।

সম্প্রতি জেড আই খান পান্না ছাত্র আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে বেআইনিভাবে আটক করার প্রতিবাদে তাদের পক্ষে আইনি লড়াই করেছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০০:০৭ ● ২৫ বার পঠিত