শনিবার ● ১৯ অক্টোবর ২০২৪
নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে “ বিষয়ের” ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল
Home Page » জাতীয় » নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে “ বিষয়ের” ব্যাখ্যা দিলেন আসিফ নজরুলবঙ্গনিউজ: আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সেই বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার তার দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন।
তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ ‘নীতিগত সিদ্ধান্ত’। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষমতা শুধুমাত্র প্রধান উপদেষ্টার রয়েছে।
চ্যানেল আই আয়োজিত ‘আজকের পত্রিকা’ অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক প্রশ্নের জবাবে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হতে পারে। তবে এ ক্ষেত্রে অনেক ‘বিষয়’ বিবেচনা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এটি তার প্রাথমিক ধারণা।
পরে ফেসবুকে দেওয়া এক ব্যাখ্যায় অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘সম্প্রতি এক টেলিভিশন আলোচনায় বলেছিলাম, আগামী বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হতে পারে, তবে এ ব্যাপারে অনেক ‘বিষয়’ রয়েছে। সেখানে সেই ‘বিষয়’গুলো বিস্তারিত ব্যাখ্যা করার সুযোগ পাইনি। তবে আমাদের সরকারের বক্তব্য থেকেই সকলে বুঝতে পারছেন যে, নির্বাচন অনুষ্ঠানের জন্য সংস্কার এবং রাজনৈতিক সমঝোতার কথা বলা হচ্ছে। এগুলোই সেই ‘বিষয়’।’
অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, ‘অনুষ্ঠানে আমি সংস্কারের কথাও বলেছি। অন্যান্য ‘বিষয়’ হিসেবে সেখানে অনুসন্ধান কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রণয়ন ইত্যাদি বিষয় আমি ব্যাখ্যা করেছি। এসব ‘বিষয়’ ঠিক থাকলে আগামী বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হতে পারে। সেখানে আমি এটাও বলেছি যে, এটা আমার প্রাথমিক ধারণা।’
আইন উপদেষ্টা বলেন, তার এই শর্তসাপেক্ষ ধারণাকে কিছু গণমাধ্যম নির্বাচনের তারিখ ঘোষণা হিসেবে উপস্থাপন করছে। ‘আমি বিনীতভাবে বলতে চাই, এটা ঠিক নয়।’
বাংলাদেশ সময়: ১৯:৫৯:১৪ ● ৭৪ বার পঠিত