শনিবার ● ১৯ অক্টোবর ২০২৪

ঢাবিতে ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা !

Home Page » জাতীয় » ঢাবিতে ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা !
শনিবার ● ১৯ অক্টোবর ২০২৪


হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার

বঙ্গ-নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ‘আজাদ ফিলিস্তিন’ ব্যানারে শিক্ষার্থীরা গায়েবানা জানাজা আদায় করেন। পরে তারা বিক্ষোভ মিছিল করেন।

গায়েবানা জানাজায় ইমামতি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের শিক্ষার্থী আরবি বিভাগের আশিক বিল্লাহ। জানাজায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও হলের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। জানাজা শেষে কান্নাজড়িত কণ্ঠে শহীদ সিনওয়ারের রুহের মাগফিরাত এবং ফিলিস্তিনের আজাদীর জন্য মহান প্রভুর কাছে দোয়া করেন শিক্ষার্থীরা।

জানাজায় অংশ নেওয়া ঢাবির ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুল ইসলাম অপু বলেন, পৃথিবীর সব জুলুমের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। বাংলাদেশকে আমরা যেভাবে জুলুমমুক্ত করেছি, সেভাবে ফিলিস্তিনসহ পুরো বিশ্বকে একদিন আমরা জুলুমমুক্ত করব।

ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমরান হোসাইন বলেন, ফিলিস্তিনের আজাদী আন্দোলন এখন আর ফিলিস্তিনের একার নয়, এটি এখন সারা বিশ্বের আন্দোলনে রূপ নিয়েছে। বাংলাদেশের ছাত্র-জনতা এ আজাদী আন্দোলনে সবসময় সাড়া দেবে।

বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী বলেন, জাতিসংঘ এখন একটি পুতুল সংগঠনে পরিণত হয়েছে। তাদের দাবি, তারা গণতন্ত্রের পক্ষে কাজ করে। অথচ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পক্ষে ১৪৩টি দেশ মত দেওয়ার পরও জাতিসংঘ সে কাজটি করতে পারছে না। মুসলমান বিশ্বের কাছে আমরা দাবি জানাই, মুসলমানদের স্বার্থ রক্ষায় আপনারা একটি নতুন কার্যকরী জোট গঠন করুন।

পরে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত যায়। বিক্ষোভ মিছিলে ‘ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক’, ‘ওয়ান টু থ্রি ফোর, জায়োনিজম নো মোর’, ‘ইউনাইটেড ন্যাশন, শেম শেম শেম শেম’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর রাতে ইসরায়েল ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করে। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি বোমা হামলায় হামাসপ্রধান ইসমাইল হানিয়া নিহত হওয়ার পর ৬ আগস্ট ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা হিসেবে বেছে নিয়েছিল হামাস।

বাংলাদেশ সময়: ১৯:৪৩:০৭ ● ৩২ বার পঠিত