রবিবার ● ২৫ আগস্ট ২০২৪

বন্যায় ত্বকের সংক্রামক রোগে সাবধানতা

Home Page » আজকের সকল পত্রিকা » বন্যায় ত্বকের সংক্রামক রোগে সাবধানতা
রবিবার ● ২৫ আগস্ট ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ বন্যার পানি কতটা কলুষিত ও অস্বাস্থ্যকর, স্বাভাবিক অবস্থার যেকোনো নোংরা পানির চেয়েও এই পানি দূষিত এবং সর্বপ্রকারে কলুষিত হয়ে থাকে। তার পরও এই বিষাক্ত দূষিত পানিতেই দুর্গত অঞ্চলের মানুষের চলাফেরা করতে হয়। অনেক সময় নানা কাজে এই পানি ব্যক্তিগত ব্যবহারেরও প্রয়োজন পড়ে বৈকি! মোটের ওপর এই পানির ছোঁয়াচ থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত রাখা বন্যাদুর্গত অঞ্চলের মানুষের জন্য প্রায় অসম্ভবের কাছাকাছি। এই পানির সঙ্গে ত্বকের সংস্পর্শ স্বল্পকালীন হলে হয়তো সে রকম গুরুতর সমস্যার উদ্ভব ঘটত না, কিন্তু ক্রমান্বয়ে বেশ কিছুদিন এ রকম চলতে থাকলে ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়।

► দাদ বা ছত্রাক সংক্রমণ, যা শরীরের নিচের অংশ যেমন : পায়ের দিকে প্রথমে দেখা দিলেও পরবর্তী সময়ে শরীরের অন্যত্রও ছড়িয়ে পড়তে পারে। আর এটা ঘটে থাকে ত্বক বেশিক্ষণ ভিজে থাকার জন্য।

► ত্বকে দূষিত পানির সংস্পর্শের কারণে ত্বকের বিভিন্ন স্থানে দেখা দিতে পারে ‘একজিমা’ যাকে চিকিৎসাশাস্ত্রের ভাষায় ‘কন্ট্যাক্ট ডার্মাটাইটিস’ বলা হয়ে থাকে।

►বন্যার নোংরা পানির সঙ্গে সংস্পর্শ থেকে ত্বকে ঘটতে পারে জীবাণুর সংক্রমণ, যা থেকে ত্বকে পুঁজযুক্ত গোটার আক্রমণ ঘটে থাকে এবং তা ক্রমান্বয়ে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে।

উপযুক্ত চিকিৎসা ও অপরিচ্ছন্ন পানি ব্যবহার বন্ধ না হলে এই সমস্যাগুলো জটিলাকার ধারণ করাটা অস্বাভাবিক কিছু নয়। এ ছাড়া একসঙ্গে অনেক মানুষ বসবাসের ফলে সংক্রামক রোগের আক্রমণ হয়ে থাকে।

এ ক্ষেত্রে সর্বপ্রথমেই আসে ‘স্কেবিজ’-এর প্রসঙ্গ, যা কি না অত্যন্ত ছোঁয়াচে রোগ এবং অতি দ্রুততার সঙ্গে রোগটি শিশু-যুবক-বৃদ্ধ নির্বিশেষে সবাইকে সংক্রমিত করে থাকে।

এই রোগটির সর্বপ্রধান বৈশিষ্ট্য হলো, অন্যান্য অনেক সংক্রামক ব্যাধির মতো এটা একবার সংক্রমিত হলে শরীরে কোনো স্থায়ী বা সাময়িক প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার পরিস্থিতি আদৌ সৃষ্টি হয় না।

আর তাই একই ব্যক্তি উপযুক্ত চিকিৎসার পর সেরে গেলেও সংক্রমিত ব্যক্তির সঙ্গে সংস্পর্শ ঘটলেই আবারও অবশ্যম্ভাবীভাবে সংক্রমিত হয়ে পড়বে। ‘স্কেবিজ’ রোগটি থেকে মুক্তি পেতে তাই একযোগে এক স্থানে বসবাসরত সবার চিকিৎসা করতে হবে। বন্যাদুর্গত এলাকার মানুষের ত্বকের সুরক্ষায় তাই দরকার এই রোগগুলো সম্পর্কে ব্যাপক সচেতনতা।

পরামর্শ দিয়েছেন

ডা. যাকিয়া মাহফুজা যাকারিয়া

সিনিয়র কনসালট্যান্ট, ডার্মাটোলজি

উত্তরা স্কিন কেয়ার অ্যান্ড লেজার, ঢাকা

বাংলাদেশ সময়: ১০:৫৪:৫৮ ● ৪৫ বার পঠিত