রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
খুলে দেওয়া হল কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
Home Page » আজকের সকল পত্রিকা » খুলে দেওয়া হল কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
বঙ্গনিউজ ডেস্কঃ কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় বাঁধের পানি শনিবার রাত ১০টায় ছেড়ে দেওয়ার কথা থাকলেও তা ছাড়া হয় আজ রোববার সকাল সাড়ে ৮টায়।
কর্ণফুলী পানি বিদ্যূৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, শনিবার রাত ১০টায় বাঁধের পানি ছাড়া কথা থাকলেও কাপ্তাই হ্রদের পানি ছাড়া হয়নি। তবে রোববার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে পানি ছাড়ার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে গতকাল বিকেলে এক জরুরি বার্তায় কাপ্তাই হ্রদের পানি উচ্চতা ১০৭ দশমিক ৬৭ ফুট এমএসএল এ বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় বন্যা নিয়ন্ত্রণের জন্য শনিবার রাত ১০টা থেকে বাঁধের ১৬টি জলকপাট খুলে দেওয়ার ঘোষণ করেন কর্ণফুলী পানি বিদ্যূৎকেন্দ্রের ব্যবস্থাপক। তিনি জানান, বাঁধের সবকটি জলকপাট থেকে ছয় ইঞ্চি পরিমাণের পানি ছেড়ে দেওয়া হবে ও নয় হাজার কিউসেক পানি ছাড়া হবে। হ্রদের পানি প্রবাহ বা লেভেল ও বৃষ্টিপাত নিবিড় পর্যবেক্ষণ করা হবে। তবে প্রবাহ অস্বাভাবিক বৃদ্ধি পেলে জলকপাটের গেট খোলার পরিমাণ বাড়ানো হবে বলেও জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০:১৪:০৯ ● ৫৪ বার পঠিত