সোমবার ● ১২ আগস্ট ২০২৪

দুদকের শীর্ষ পদেও কি আসছে পরিবর্তন

Home Page » জাতীয় » দুদকের শীর্ষ পদেও কি আসছে পরিবর্তন
সোমবার ● ১২ আগস্ট ২০২৪


ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর থেকে সরকার এবং ক্ষমতাসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে এসেছে বড় ধরনের পরিবর্তন। কেউ পদত্যাগ করেছেন অথবা কাউকে সরিয়ে দিয়ে অন্যদের আনা হয়েছে। এমন পরিস্থিতিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পদে থাকা তিন কর্মকর্তাকে নিয়েও শুরু হয়েছে কানাঘুষা। সেই আলোচনা ডালপালা মেলেছে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার মো. জহুরুল হক, মোছা. আছিয়া খাতুন গত তিন কার্যদিবস অফিস না করায়।

দুদক কার্যালয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের পরদিন ৬ আগস্ট কমিশনের শীর্ষ পর্যায়ের তিনজনই অফিস করেন। তবে এর পরদিন থেকে গতকাল রোববার পর্যন্ত তিন কার্যদিবসে তারা অফিসে আসেননি। এতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, মামলা, তদন্ত ও বিচারিক কাজে নেমেছে স্থবিরতা। কমিশনের অনুপস্থিতিতে দুর্নীতিবিরোধী কোনো সিদ্ধান্তই নেওয়া সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে দুদকের শীর্ষ পদে পরিবর্তন আসছে কিনা তা নিয়েই চলছে আলোচনা।

প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পর এরই মধ্যে প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ শীর্ষ অনেক কর্মকর্তা পদত্যাগ করেছেন। তবে গতকাল রোববার পর্যন্ত দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার স্ব স্ব পদে বহাল থাকলেও বিদ্যমান পরিস্থিতিতে তারা দায়িত্ব পালন করবেন কিনা– এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে আছেন বলে জানিয়েছেন দুদকের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তারা সমকালকে জানান, ওই তিন কর্মকর্তা তাকিয়ে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দিকে। তাদের চাকরিতে বহাল রাখা হলে অফিস করবেন। আর না রাখতে চাইলে পদত্যাগ করবেন।

এ বিষয়ে সংস্থাটির এক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত জানতে কমিশনের চেয়ারম্যানের দপ্তর থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে যোগাযোগ করা হচ্ছে। গতকাল রোববার পর্যন্ত প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা মতামত জানানো হয়নি। এ ক্ষেত্রে ইতিবাচক মনোভাব জানা গেলে দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সময় দিতে অনুরোধ জানাবেন।

এদিকে ওই তিন কর্মকর্তা অফিসে না গেলেও দুদক সচিব, মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা যথারীতি অফিস করছেন। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে চেয়ারম্যান ও দুই কমিশনার ছাড়া অন্য কর্মকর্তা-কর্মচারীদের দেখা গেছে।
দুদকের মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তাঁর ছেলে তারেক রহমানের সাজা হওয়ার ঘটনায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মী সংস্থাটির প্রতি যথেষ্ট ক্ষুব্ধ। দুদকের মামলায় খালেদা জিয়া সাজাও খেটেছেন। বিএনপি ও সমমনা দলগুলোর অভিযোগ, খালেদা জিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে দুদককে রাজনৈতিক ফায়দা লুটতে ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার।

বাংলাদেশ সময়: ১২:২৫:০৭ ● ৫৫ বার পঠিত