শনিবার ● ১০ আগস্ট ২০২৪

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আদিলুর রহমান খানের

Home Page » অর্থ ও বানিজ্য » দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আদিলুর রহমান খানের
শনিবার ● ১০ আগস্ট ২০২৪


আদিলুর রহমান খান । ফাইল ছবি আদিলুর রহমান খান । ফাইল ছবি

বঙ্গনিউজ ডেস্কঃ শিল্প মন্ত্রণালয়ের কার্যক্রমে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের (শূন্য সহনশীলতা) কথা দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ শনিবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রতিদিনই অফিস করবেন বলে জানান তিনি।

আদিলুর রহমান খান বলেন, রক্তক্ষয়ী গণ-আন্দোলনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। সুতরাং দুর্নীতিকে মেনে নেওয়ার কোনো উপায় নেই। দুর্নীতিকে মেনে দেশ চালানোর প্রশ্নই আসে না।

সাভার চামড়া শিল্পসহ মন্ত্রণালয়ের অন্যান্য দুর্নীতির যে অভিযোগ আছে, তা সমাধানের জন্য আমরা এসেছি। আন্দোলনে ছাত্র-জনতার যে ম্যান্ডেট, সে বিষয়ে কঠোর অবস্থান থেকে আমরা কাজ করবো, যোগ করেন তিনি।

মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজকর্ম হিসেবে শিল্প উৎপাদনে গ্যাস সংকট সমাধানকে মন্ত্রণালয়ে অগ্রাধিকার দেওয়ার কথা জানান। কারণ, গ্যাস সংকটে সার উৎপাদনসহ অন্যান্য শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:৪৮ ● ১৫৭ বার পঠিত