বুধবার ● ১৭ জুলাই ২০২৪
ছোট পর্দাতেই ভালো আছি, কী দরকার ছবি করার : অহনা
Home Page » বিনোদন » ছোট পর্দাতেই ভালো আছি, কী দরকার ছবি করার : অহনা
বঙ্গনিউজঃ অভিনয়ের নিয়মিত মুখ অহনা রহমান। এবার নারীদের জন্য একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন এই অভিনেত্রী। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।মানুষ তাঁর অভিনয় পছন্দ করেন, অহনাও চেষ্টা করেন মানুষের জন্য কিছু করতে।বিভিন্ন সময়ে জাতীয় নানা দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার নারীদের জন্য গড়ে তুলেছেন পিপলস ওমেন ফ্যাশন ডিজাইন সোসাইটি। সারা দেশের নারীদের ফ্যাশন ডিজাইনের ওপর কোর্স করাবে এই সংস্থা। দেওয়া হবে সনদপত্র।
তাদের ডিজাইন করা পোশাক নিয়ে ১ ও ২ নভেম্বর একটা মেলা করার উদ্যোগও নিয়েছেন।অহনা বলেন, ‘একা একা জীবন উপভোগ করা যায় না। সবাইকে নিয়ে বেঁচে থাকার যে আনন্দ, সেটা অনেকেই উপলব্ধি করতে পারেন না। আমরা কয়েকজন মিলে সংস্থাটি দাঁড় করিয়েছি।ধীরে ধীরে এটিকে বড় করার পরিকল্পনাও চলছে। এখানে দেশসেরা ডিজাইনাররা নতুনদের শেখাবেন। আশা করছি, নারীরা এখান থেকে কোর্স করে নিজেদের মেলে ধরবেন।’গত বছর নাটকে তাঁর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সে তুলনায় এ বছর নাটকে কমই পাওয়া গেছে।কারণ জানালেন অহনা নিজেই, “শুটিং কিন্তু নিয়মিত করছি। তবে নির্মাতাদের বিরতি দিয়ে দিয়ে নাটক প্রকাশের কথা বলেছি। এতে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হবে। মাঝখানে আমি একই ঘরানার নাটক করেছিলাম। একই গল্প, একই সহশিল্পী। ধীরে ধীরে সেটা উপলব্ধি করতে পেরেছি। এখন সেখান থেকে বেরিয়ে এসেছি। গত মাসে ‘পরিণাম’ নামে একটা নাটক প্রকাশিত হয়েছে। দেখলে বুঝতে পারবেন, আমার চরিত্রটা একদম অন্য রকম। দর্শকও গ্রহণ করেছে। বুঝতে পেরেছি, এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রেই দর্শক আমাকে চায়। এখন হয়তো সংখ্যা কমবে, তবে মানে ভালো নাটকে দেখবেন।”সারা দেশে কোটা আন্দোলন নিয়ে হুলস্থুল অবস্থা। এরই মধ্যে গতকাল শুটিং করেছেন অহনা। মমিন খানের নাটক ‘যৌতুক’-এ তাঁর সঙ্গে অভিনয় করেছেন যাহের আলভী। সকালেই পৌঁছেছিলেন শুটিং স্পটে। শুটিং করেছেন সন্ধ্যার পরও। অহনা বলেন, ‘আগে থেকেই নির্মাতাকে ডেট দেওয়া ছিল। আসলে তিন-চার দিন আগেও বুঝতে পারিনি পরিস্থিতি এমন হবে! তাহলে ডেট পিছিয়ে নিতাম। তবে আমাদের শুটিং স্পটের এদিকে কোনো সমস্যা নেই।’উত্তরার ১৩ নম্বর সেক্টরে একটি পার্লার চালু করেছিলেন। প্রথম দিকে বেশ চলত পার্লারটি। স্বপ্ন দেখেছিলেন ঢাকার আরো কয়েকটি লোকেশনে শাখা করবেন। তবে সেই স্বপ্ন ভেঙে যায় অহনার। কারণ তাঁর পার্লারটির পাশেই চালু হয় বার। বারের পাশেই পার্লার হওয়ায় মেয়েরা এড়িয়ে চলেন পার্লারটিকে! অগত্যা বন্ধ করে দিলেন পার্লার। অহনা বলেন, ‘আমি প্রশাসনকে জানিয়েছিলাম। লাভ হয়নি। আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্তও হয়েছি। পরে আর পার্লার করার চিন্তা করিনি।’২০০৮ সালে ‘চাকরের প্রেম’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল অহনার। ছবিতে তাঁর নায়ক মান্না। দুই বছর পর মুক্তি পায় শাকিব খানের সঙ্গে ‘দুই পৃথিবী’। সাইমন সাদিকের সঙ্গে ‘চোখের দেখা’তেও (২০১৬) ছিলেন অহনা। এরপর আর কোনো ছবিতে দেখা যাচ্ছে না তাঁকে। কেন? ‘আমার বয়স নেই (হা হা হা)। এখন যারা অভিনয় করছেন তাঁরা তো কম বয়সী। আসলে ছোট পর্দাতেই ভালো আছি। এখানে আমার দারুণ একটা ফ্যানবেজ তৈরি হয়েছে। তারা অপেক্ষায় থাকেন কখন আমার নাটক আসবে। নির্মাতারাও জানেন, অহনার নাটক মানে মিলিয়ন মিলিয়ন ভিউ ইউটিউবে। কী দরকার ছবি করার, বলেন?’
ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করতে চান না অহনা। জানালেন, ‘আরো কিছুুদিন যাক, তারপর ভেবে দেখব। আপাতত নাটকেই আমার প্রশান্তি।’
বাংলাদেশ সময়: ১২:০৬:৩৩ ● ১৫৪ বার পঠিত