মঙ্গলবার ● ১৬ জুলাই ২০২৪

সিসিইউতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

Home Page » জাতীয় » সিসিইউতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া
মঙ্গলবার ● ১৬ জুলাই ২০২৪


 বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

বঙ্গনিউজঃরাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছে। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী সোমবার (১৫ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে তাকে সিসিইউতে শিফট করা হয়।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপি বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে শিফট করা হয়েছে।

তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

বাংলাদেশ সময়: ১২:৫৩:২৪ ● ১৫৪ বার পঠিত