মঙ্গলবার ● ১৬ জুলাই ২০২৪

কবি ইমাম শিকদারের পরিবেশ কবিতা

Home Page » সাহিত্য » কবি ইমাম শিকদারের পরিবেশ কবিতা
মঙ্গলবার ● ১৬ জুলাই ২০২৪


 ইমাম শিকদার

পরিবেশ
ইমাম শিকদার

আমরা হইলাম মানবকুল জগৎ সৃষ্টির সেরা
এই পৃথিবী আদি হতে অরণ্যেতে ঘেরা
চন্দ্র সুর্য আলো বাতাস বিশুদ্ধ পানীয় জল
সব-ই মোদের বাঁচায় প্রাণ সৃষ্টি কর্তার সুফল ।
গাছগাছালি কেটে করছি পরিবেশের ক্ষতি
প্রভুর দেয়া সম্পদ ছাড়া আছে কি আর গতি !
ঋতু গুলো বদলে গেছে কেমন জানি আজ
নানাজনের নানান মত দিচ্ছে মাথায় সাজ ।
কলকারখানার কালো ধুঁয়া পরিবেশ করছে ক্ষতি
জগৎবিশ্ব নেয় না কেন প্রতিফলনের ছবি
শব্দ দূষণ, বায়ু দূষণ, দূষণ হচ্ছে সবি
সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে না কেন বুড়িগঙ্গার পানি।
প্লাস্টিক আর পলিথিন,পরিবেশ দূষণ প্রতিদিন
সবাই মিলে শপথ করি, পাটের ব্যাগ ব্যবহার করি
বৃক্ষ কর্তন রোধ করি গাছ রোপণে এগিয়ে আসি
পরিবেশ রক্ষা করি সবুজ বাংলার দেশ গড়ি ।

বাংলাদেশ সময়: ১০:৫২:০৯ ● ৩৫২ বার পঠিত