শনিবার ● ১৩ জুলাই ২০২৪
রায়ের আগে কোটা কমানো বা বাড়ানোর কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের
Home Page » জাতীয় » রায়ের আগে কোটা কমানো বা বাড়ানোর কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদেরবঙ্গ-নিউজ: সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত মামলায় আপিল বিভাগের রায়ের আগে কোটা কমানো বা বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিষয়টি যেহেতু বিচারাধীন, তাই আইন তার নিজস্ব গতিতে চলবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে সার্বজনীন পেনশনের দাবিতে চলমান আন্দোলন নিয়ে আজ এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
কোটা সংস্কার আন্দোলনকারীদের অনেক দাবি ও বক্তব্যকে সংবিধানের মূলনীতির পরিপন্থী আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, শুধুমাত্র এক শ্রেণির শিক্ষার্থীর দাবিতে সংবিধানের আলোকে প্রণীত সরকারি নীতি পরিবর্তন করা সম্ভব নয়। আদালতের নির্দেশনা সংবিধান অনুযায়ী বাস্তবায়ন করতে হবে।
তিনি উল্লেখ করেন, কোটা ব্যবস্থার কারণে সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ উদ্বেগজনক হারে কমেছে। পুলিশে মাত্র চারজন, বৈদেশিক ক্যাডারে মাত্র দু’জন নারী নিয়োগ পেয়েছেন। এমনকি ৫০টি জেলা থেকে কোনো নারী এবং ২৩টি জেলা থেকে কেউ পুলিশ ক্যাডার পাননি।
সেতুমন্ত্রী জানান, ৩৩তম, ৩৪তম এবং ৩৫তম বিসিএস পরীক্ষায় মোট ৭২ শতাংশ নিয়োগ মেধাতালিকা থেকেই দেওয়া হয়েছে। এমনকি কোটার খালি পদগুলোও মেধাতালিকা থেকে পূরণ করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কোটা অনেক কম দাবি করে ওবায়দুল কাদের বলেন, ভারতে যেখানে ৬০ শতাংশ কোটা, পাকিস্তানে ৯২.৫ শতাংশ, নেপালে ৪৫ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৫০ শতাংশ, সেখানে আমাদের দেশে কোটা তুলনামূলকভাবে কম। দেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনা করেই কোটা প্রয়োজন।
তিনি আরও অভিযোগ করেন, শিক্ষার্থীদের আবেগকে উপযোগ করে একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যারা রাজনৈতিকভাবে ব্যর্থ, তারাই ২০১৮ সালে কোটা আন্দোলন এবং সড়ক নিরাপত্তা আন্দোলনকে আঁকড়ে ধরেছিল। তারা শিক্ষার্থীদের মধ্যে দেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ সম্পর্কে নেতিবাচক ধারণা বদ্ধমূল করার চেষ্টা করছে।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা কামাল আব্দুল নাসের চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী শামসুন্নাহার চম্পা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০:২৪:৫৬ ● ৯২ বার পঠিত