বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০২৪
গাজায় ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনি নিহত, আহত ১২৫ জন
Home Page » জাতীয় » গাজায় ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনি নিহত, আহত ১২৫ জনবঙ্গ-নিউজ: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় বুধবার একদিনে আরও ২৮ জন নিহত হয়েছে। সারাদিনই ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলার পাশাপাশি নুসেইরাত শরণার্থী ক্যাম্প ও গাজা সিটিতে স্থল অভিযান চালিয়ে গেছে। খবর আল জাজিরা ও বিবিসির।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার সন্ধ্যায় জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনি নিহত এবং ১২৫ জন আহত হয়েছে। এছাড়া আরও বেশ কিছু মানুষ বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে।
গাজা উপত্যকাজুড়েই গত কয়েকদিন ধরে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। গাজা সিটির দুটি আবাসিক বাড়ি লক্ষ্য করে বুধবার দিনের বেলায় দুটি পৃথক হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছে। শুজাইয়া পাড়ায় হামলা অব্যাহত রয়েছে। সেখানে হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং কমপক্ষে ১৭ জন আহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৩৯ হাজার ৯৫৩ জনের মৃত্যু ঘটেছে। এছাড়া আহত হয়েছে ৮৭ হাজার ২৬৬ জন। এসব হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু।
সর্বশেষ বুধবার নিহতদের মধ্যে গাজার খান ইউনিস ছেড়ে আসা উদ্বাস্তু রয়েছে। কথিত নিরাপদ এলাকায় আশ্রয় নেওয়া সত্ত্বেও তাদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাতে অন্তত ১২ জন নিহত হয়েছে। এরমধ্যে শিশুসহ এক পরিবারের ৯ জন রয়েছে।
জাতিসংঘ বলছে, ইসরায়েলের সামরিক বাহিনী খান ইউনিস শহরের পূর্বাঞ্চল ও রাফাহ শহর খালি করে দেওয়ার নির্দেশ দেওয়ার আনুমানিক আড়াই লাখ মানুষ দুইদিনে শহর দুটি ছেড়েছে। তাদের নিয়ে গাজায় মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যা এখন ১৯ লাখ।
বাংলাদেশ সময়: ৬:৪৪:৩০ ● ১১৭ বার পঠিত