বুধবার ● ৩ জুলাই ২০২৪

ইউরোর শেষ আটে কে কার মুখোমুখি

Home Page » খেলা » ইউরোর শেষ আটে কে কার মুখোমুখি
বুধবার ● ৩ জুলাই ২০২৪


 ছবি : এপি

বঙ্গনিউজঃ কোয়ার্টার ফাইনালের আট দলকে পেয়ে গেছে ইউরো। সবশেষ ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে হারিয়ে শেষ দল হিসেবে চলতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে অষ্টম দল হিসেবে জায়গা করে নিয়েছে তুরস্ক। অন্য ম্যাচে রোমানিয়াকে ৩-০ গোলে নেদারল্যান্ডস সপ্তম দল হিসেবে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। এতে চূড়ান্ত হয়ে গেছে শেষ আটের লাইনআপ।

নকআউট পর্বের দ্বিতীয় ধাপে উঠেছে সুইজারল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস ও তুরস্ক।

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার ( ৫ জুলাই) মুখোমুখি হবে প্রতিযোগিতাটির সফলতম দুই দল জার্মানি ও স্পেন। স্টুটগার্টে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।শেষ ষোলোয় ডেনমার্ককে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক জার্মানি। অন্যদিকে, আসরে একমাত্র দল হিসেবে প্রথম চার ম্যাচেই জিতেছে স্পেন, শেষ ষোলোয় জর্জিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

একই দিন শেষ আটের আরেক ম্যাচে লড়বে পর্তুগাল ও ফ্রান্স। হামবুর্গে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। দুবারের ইউরো জয়ী ফ্রান্স শেষ ষোলোয় ১-০ গোলে হারায় বেলজিয়ামকে, স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকারে জেতে ২০১৬ সালের চ্যাম্পিয়ন পর্তুগাল।

পরের দিন অর্থাৎ আগামী শনিবার তৃতীয় কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার্সআপ ইংল্যান্ড। ডুসেলডর্ফ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। শেষ ষোলোয় হারের মুখ থেকে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। এই ধাপে গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে দেয় সুইসরা।

ওইদিনই শেষ কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। রোমানিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ আটে ওঠে ডাচরা, অস্ট্রিয়াকে ২-১ গোলে হারায় তুরস্ক। প্রথম দিনের দুই জয়ী দল আগামী মঙ্গলবার ( ৯ জুলাই) সেমিফাইনালে মুখোমুখি হবে। আর আগামী বুধবার (১০ জুলাই) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ৬ জুলাইয়ের কোয়ার্টার ফাইনালের দুই জয়ী দল।

বাংলাদেশ সময়: ১১:২৯:৩৬ ● ৯৬ বার পঠিত