শুক্রবার ● ২৮ জুন ২০২৪
জুলাই-২৩ থেকে জুন-২৪ পর্যন্ত তিন সেতুতে ১,৪৭২ কোটি টাকা টোল আদায়
Home Page » অর্থ ও বানিজ্য » জুলাই-২৩ থেকে জুন-২৪ পর্যন্ত তিন সেতুতে ১,৪৭২ কোটি টাকা টোল আদায়বঙ্গ-নিউজ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, গত এক বছরে অর্থাৎ জুলাই-২৩ থেকে জুন-২৪ পর্যন্ত পদ্মা সেতুসহ দেশের তিনটি সেতু থেকে টোল আদায় হয়েছে মোট ১৪৭২ কোটি ৫ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নোয়াখালী-৩ আসনের সাংসদ মো. মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, সেতু বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ তিনটি সেতু থেকে টোল আদায় করে থাকে। সেতু তিনটি হচ্ছে, পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতু।
ওবায়দুল কাদের জানান, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের ১ জুলাই, ২০২৩ থেকে ১৯ জুন,২০২৪ পর্যন্ত বিগত এক বছরে পদ্মা সেতু থেকে ৮১১ কোটি ৫৭ লাখ টাকা, বঙ্গবন্ধু সেতু থেকে ৬৪৮ কোটি ৮৭ লাখ টাকা এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু ১১ কোটি ৬১ লাখ টাকা টোল আদায় হয়েছে।
সেতুমন্ত্রী পদ্মা সেতুর টোল ইস্যুতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে জানান, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত মোট ১৬৩১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।
প্রসঙ্গত, বিদেশি কোনো অর্থ সাহায্য ছাড়াই নিজস্ব অর্থায়নে পদ্মা নদীতে সেতু করা হয়েছে। সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া ২০২২ সালের ২৫ জুন।
এদিকে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের আরেক এমপি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনের এক প্রশ্নের জবাবে জানান, বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় টোল আদায় করা মহাসড়ক রয়েছে চারটি। চলতি অর্থবছরে (২০২৩-২৪) এই চার মহাসড়ক থেকে টোল এসেছে ১৮৪ কোটি ৩৭ লাখ ২৪ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৯:৫০:০৮ ● ৮৭ বার পঠিত