শনিবার ● ২২ জুন ২০২৪

ভারত-বাংলাদেশের মধ্যে দুই চুক্তিসহ ১০ সমঝোতা স্মারক স্বাক্ষরিত

Home Page » জাতীয় » ভারত-বাংলাদেশের মধ্যে দুই চুক্তিসহ ১০ সমঝোতা স্মারক স্বাক্ষরিত
শনিবার ● ২২ জুন ২০২৪


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লীতে গার্ড অব অনার প্রদান

বঙ্গ-নিউজ: দিল্লির হায়দরাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষ হয়েছে। আজ শনিবার এ বৈঠকে ডিজিটাল পার্টনারশিপ, গ্রিন পার্টনারশিপসহ মোট ১০টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

নতুন সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে ,

ছবি সংগৃহীত- শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্বাক্ষর

- বাংলাদেশ-ভারত ডিজিটাল পার্টনারশিপ (চুক্তি)।
- ভারত-বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ (চুক্তি)।
- সমুদ্র সহযোগিতা ও ব্লু-ইকোনোমি।
- ভারতের ইন-স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা।
- দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা।
- সমুদ্রবিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা।
- কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ
- ওয়েলিংটন-ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা।

এ ছাড়া কিছু চুক্তি নবায়ন করা হয়েছে এবং তা নতুন করে সমঝোতার মাধ্যমে সময়কাল বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে,

- স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত পুরোনো সমঝোতা নবায়ন।
- দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশমনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন।
- মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন।

এর আগে আজ সকালে ফোরকোর্টের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়াদিল্লি ত্যাগ করার কথা রয়েছে। রাতেই ঢাকায় অবতরণ করবেন বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:২৫:২৪ ● ২০৪ বার পঠিত