শুক্রবার ● ৭ জুন ২০২৪

ফল ঘোষণার দুই দিনের মাথায় জোট ছাড়লেন কেজরিওয়াল

Home Page » জাতীয় » ফল ঘোষণার দুই দিনের মাথায় জোট ছাড়লেন কেজরিওয়াল
শুক্রবার ● ৭ জুন ২০২৪


আম আদমী পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল

বঙ্গ-নিউজ: ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দুই দিনের মাথায় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। দলটি জানিয়েছে, দিল্লির বিধানসভা নির্বাচনে তারা জোটবদ্ধ নয়, বরং একাই লড়তে আগ্রহী। খবর এবিপি।

আপ জানায়, লোকসভা নির্বাচনে লড়াইয়ের কথা মাথায় রেখেই ‘ইন্ডিয়া’ জোট গঠন করা হয়েছিল। সে নির্বাচন শেষ হয়েছে। তাই এই জোটের আর কোনো প্রয়োজনীয়তা দেখছে না আপ। দিল্লির আগামী বিধানসভা নির্বাচনে নিজেরাই পূর্ণ শক্তি নিয়ে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল কেজরিওয়ালের বাড়িতে এ বিষয়ে বৈঠক করেন আপের বিধায়ক ও শীর্ষস্থানীয় নেতাবৃন্দ। বৈঠক শেষে আপ মন্ত্রী গোপাল রাই সাংবাদিকদের এসব তথ্য জানান।

গোপাল বলেন, লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য তৈরি করা হয়েছিল বিজেপিবিরোধী ইন্ডিয়া জোট। অন্যান্য অনেক দলের মতো আপও সেই জোটের অন্যতম শরিক ছিল। তবে আগামী বিধানসভায় নির্বাচনে আপ এ ধরনের জোটে থাকছে না।

আপের শীর্ষ নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে কারাগারে রয়েছেন উল্লেখ করে গোপাল বলেন, আমাদের নেতাকে কারাগারে রাখা হয়েছে। তাই আমরা এখন কঠিন পরিস্থিতিতে রয়েছি। তবে এরপরও আমরা ঐক্যবদ্ধ রয়েছি। ঐক্যবদ্ধ থেকেই আমরা বিধানসভা নির্বাচনে লড়ব। শনিবার  আমরা এ ব্যাপারে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসব। বৃহস্পতিবার  দলীয় কর্মীনের নিয়ে সম্মেলন হবে। আমাদের এ সংগ্রাম অব্যাহত থাকবে।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দিল্লির ফল আপের অনুকূলে যায়নি। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দিল্লির সাতটি আসনই হাতছাড়া হয়েছে বিজেপির কাছে। দিল্লির বাইরেও প্রার্থী দিয়েছিল আপ। তবে সারা দেশে মাত্র তিনটি আসনে জয় পায় আপ, সবগুলোই আবার পাঞ্জাবে। এমন পরিস্থিতিতে জোটকে বিদায় জানানোর ঘোষণা দিলো আপ।

লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলে দেখা গেছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ২৯২টি আসন পেয়ে সরকার গঠনোর প্রস্তুতি নিচ্ছে। রোববার (৯ জুন) তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

বাংলাদেশ সময়: ২০:০৪:০৪ ● ১১১ বার পঠিত