বৃহস্পতিবার ● ১১ এপ্রিল ২০২৪
দেশ - ঋত্বিক ব্যানার্জি
Home Page » সাহিত্য » দেশ - ঋত্বিক ব্যানার্জি
এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়,
গৌরবপ্রাপ্ত জল্লাদদের এই দেশ আমার দেশ নয়।
এই বিশাল কবরস্থান আমার দেশ নয়,
আমি প্রত্যেক শহীদের পরে তারার নাম দেব।
আমি কম্পিত হাওয়ার সাথে চলবো
মাছ-চোখের পুকুরের ওপারে, সূর্যের রশ্মিতে বাসা বাঁধবো
ভালোবাসা, যেটা থেকে আমি সারাজীবন দূরে থেকেছি।
যেদিন আমরা বিপ্লব উদযাপন করবো,
সেদিন আমি ভালবাসাকে আলিঙ্গন করব।
বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৫ ● ৩২১ বার পঠিত